আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ নভেম্বর: রবিবার সন্ধ্যায় বারাসত কোটরা কদম্বগাছি এলাকায় বিজেপির পথসভায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলার অভিযোগ। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী। একজনে আঘাত গুরুতর, তাকে বারাসতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানাগেছে, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার কনভেনার অনুপ দাস এর নেতৃত্বে পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে পথসভা চলছিল কোটরা কদম্বগাছি বিজেপি কার্যালয়ের সামনে। অভিযোগ, সেই সময় স্থানীয় উপপ্রধানের ছেলের নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রড নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে। রডের আঘাতে দুজন বিজেপি কর্মী আহত হয়, যার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ঘটনা সর্বত্রই ঘটে চলেছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। এই ঘটনা নিয়ে দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ফোন করা হলে ফোন তোলে না বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ জানাবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার সন্ধ্যায়।