বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে তৃণমূল সংখ্যালঘু সেলের সংহতি দিবস পালন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর:
কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করল তৃণমূলের পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেল। আজ পুরুলিয়ার মফঃস্বল থানার অন্তর্গত জয়নগরে প্রতিবাদ মিছিলে অংশ নেন সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহিম আনসারি ছাড়াও জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের পক্ষ থেকে সংহতি দিবস হিসেবেও পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৯২ সালে আজকের দিনই উত্তর প্রদেশের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তাই তৃণমূলের পক্ষ থেকে সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে দিনটি সর্ব ধর্ম সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

এদিন মিছিল শেষে জয়নগর এলাকায় একটি পথ সভা করে তৃণমূল সংখ্যা লঘু সেল। সভায় দিনটির তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তৃণমূল নেতারা। দেশে অস্থিরতা ও আগ্রাসি পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করে কঠোর সমালোচনা করেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *