July 21st, School, ২১ জুলাই তৃণমূলের সভা, ছুটি ঘোষণা শহরের একাধিক স্কুলে, পরীক্ষা স্থগিত

আমাদের ভারত, ১৯ জুলাই: সোমবার একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের বাৎসরিক বড় সভা। এর ফলে শহরজুড়ে ব্যপক যানজট হবার আশঙ্কা রয়েছে। ফলে অশান্তি এড়াতে শহরের একাধিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টানা দু’দিন কলকাতার কয়েকটি নামিদামি স্কুল ছুটি থাকছে।

কলকাতা হাইকোর্ট ২১ জুলাই যাতে সকাল থেকে যানজট না হয় তার নির্দেশ দিয়েছে। সেই মত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। ২১ জুলাই যানজট যাতে না হয় তার জন্য সোমবার সকাল থেকে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোনো কোনো রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হতে পারে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে কলকাতার একাধিক স্থানে পার্কিং নিয়ন্ত্রণে রাখা হবে। যার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা। ২১ জুলাই যানজটের কারণে পড়ুয়াদের সমস্যা যাতে না হয় তার জন্য কয়েকটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম স্পেন্ট জেমস হাই স্কুল, ক্যালকাটা গার্লস হাই স্কুল, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল। অন্যদিকে কিছু কিছু স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে, সেগুলি হল দ্য ল্যাটিনা বয়েজ ও গার্লস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঐদিন রাজনৈতিক মিছিল রয়েছে, তাই নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস হবে। বাতিল করা হয়েছে পরীক্ষা। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিট টেস্ট রয়েছে। সেগুলোর দিন পরিবর্তন করে মঙ্গলবার অর্থাৎ ২২ জুলাই করা হয়েছে। এদিন সিধু- কানহু- বীরসা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। ২১ জুলাই- এর পরীক্ষা ২৫ জুলাই নেওয়া হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে স্টাডি লিভ দেওয়া হয়েছে। সাউথ পয়েন্ট স্কুলে নিয়মিত ক্লাসের পরিবর্তে সাড়ে দশটা পর্যন্ত অভিভাবকদের সঙ্গে স্কুল শিক্ষকদের একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

২১ জুলাই কলকাতায় সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত পন্যবাহী গাড়ি ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে গ্যাস ও মাছের মতো নিত্য প্রয়োজনীয় গাড়িগুলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *