জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর:
আজ শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভীমপুর সাহেব কুঠিতে বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের একটি সাধারণ সভা হয়েছে।
সভায় ছিলেন ভীমপুর ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন শেঠ, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতি প্রসাদ মাহাত, সম্পাদক রবি লোচন মাহাত, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, শালবনি ব্লক তৃণমূল সহ-সভাপতি এবং বনভূমি কর্মাধক্ষ্য কাশেম খাঁন, জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাহাত, স্বপন মাহাত, মানিক মাহাত, খোকন মাহাত, তরুণ মাহাত, ফটিক মানা, তাপস মাহাত, সৌমেন ভূঁইয়া এবং আরো প্রায় তিন শতাধিক তৃণমূল কর্মী সমর্থকl
সভার আলোচ্য বিষয় ছিল কিভাবে ৬ নম্বর অঞ্চল তৃণমূল সংগঠন মজবুত করা যায়।