জয় লাহা, দুর্গাপুর, ১৫ জানুয়ারি: ‘বিদেশে থাকেন, বিদেশ ছাড়া ভাবতে পারননি। পুঁথিগত অর্থনীতিবিদ্। গ্রামবাংলার মানুষের কথা জানেন না। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।” রবিবার দুর্গাপুর ব্যারেজে মকর স্নান করতে এসে অমর্ত্য সেন প্রসঙ্গে এভাবেই বিঁধলেন সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যালট বাক্স পাল্টে দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তিনি।
প্রসঙ্গত, দরজায় কড়া নাড়ছে দুর্গাপুর পুরসভার ভোট। মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় প্রশাসক বসানো হয়েছে শিল্প শহরের পুরসভায়। তার ওপর আগামী বছরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর ওই দুই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বঙ্গ গেরুয়া শিবির। সংগঠনকে মজবুত করতে যেমন দফায় দফায় ব্লক থেকে জেলা কার্যকারিনী বৈঠক করছে। তেমনই নীচুতলার কর্মীদের অক্সিজেন জোগাতে এবং জনসম্পর্ক বাড়াতে পাড়ায় পাড়ায় চায়ে-পে চর্চা, কখনো লিট্টি চোখার আসর করছে বিজেপি নেতৃত্ব। রবিবার দুর্গাপুর ব্যারেজে মকর স্নান করে একপ্রকার জনসম্পর্ক সারলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার নোবলজয়ী অর্থনীতিবিদ্ অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে দাবি করেছেন। তার ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যদিও অতীতে অমর্ত্য সেন প্রসঙ্গে নানান জল্পনা ও রাজনৈতিক বিতর্ক হয়েছে। তার ওপর এদিনের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এদিন ব্যারেজে একেবারে গ্রাম্য যুবকের কায়দা নদীতে ঝাঁপ দিয়ে মকর স্নান করেন। তার আগে নদীতে স্নান করতে আসা পূন্যার্থীদের খোঁজ খবর নেন। শিশুদের হাতে চকলেট তুলে দেন। স্নানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অমর্ত্য সেন বিদেশে থাকেন। বিদেশ ছাড়া ভাবতে পারননি। পুঁথিগত অর্থনীতিবিদ্। গ্রামবাংলার মানুষের কথা জানেন না। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।”
রাজ্যজুড়ে দিদির দূত কর্মসূচিতে তৃণমূল নেতাদের ওপর গ্রামবাসীদের আক্রমন প্রসঙ্গে তিনি বলেন, “শতাব্দীর মত গরিব মানুষের টাকা নষ্ট করবে, মানুষ মেনে নেবে না। চোরেদের দূত। চটির ভূত, দিদির ভূত। গ্রামের মানুষ তাদের ঢুকতে দেবেন না।” এদিন আগামী পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূলই তৃণমূলকে খতম করবে। তৃণমূল একটা আসনে চারটে প্রার্থী দেবে। আর বিজেপির প্রার্থী থাকবে। তবে আশঙ্কা একটাই তৃণমূল গণনার আগে ব্যাল্ট বাক্স পাল্টে দিতে পারে।”

