সাথী দাস, পুরুলিয়া, ২০ ডিসেম্বর: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় বেজায় খুশি তৃণমূল। আর সেই খুশি জনগণের কাছে উপস্থাপন করতে দলের নির্দেশে
‘আপদ বিদায়’ স্লোগান তুলে পুরুলিয়ায় শোভা যাত্রা করল তৃণমূল। আজ বিকেলে পুরুলিয়া শহরে একটি শোভা যাত্রা করে তৃণমূল। দুই জেলা নেতা সুজয় ব্যানার্জি ও বৈদ্যনাথ মন্ডল এর নেতৃত্ব দেন।
এদিন পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে শোভা যাত্রার শুরুতেই বাজি ফাটান তৃণমূল কর্মীরা। বাজনার তালে অনেকে নাচানাচি করেন। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে খুশিতে মাতেন তাঁরা। খুশির অংশীদার করতে পথচারীদের মিষ্টি হাতে তুলে দেন তাঁরা। ‘আপদ বিদায় হচ্ছে, তৃণমূল কংগ্রেস শুদ্ধ হচ্ছে’ এই শীর্ষক ব্যানার হাতে নিয়ে পুরুলিয়া শহরের একাংশ ঘুরে পদযাত্রা শেষ হয় সূচনা স্থলেই। ওই ব্যানারে শুভেন্দু অধিকারীর ছবিতে ক্রস চিহ্ন করে দেওয়া হয়।
তৃণমূল নেতা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি বলেন, “শুভেন্দু অধিকারী দিদির খুবই প্ৰিয় এবং স্নেহভাজন ছিলেন। ওই সময় তিনি দুর্নীতিতে যুক্ত হলেও দিদির জন্য আমরা কিছু করতে পারিনি। সেই সুবিধা নিয়ে দলের ভাবমূর্তি খারাপ করে এখন বিজেপিতে যোগ দিয়েছেন। এতে আমাদের কিছু হবে না, যা কিছু খারাপ হবে বিজেপির।”