স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ ডিসেম্বর:
শুভেন্দু অধিকারী কে ধরে রাখার ব্যাপারে বারবার অপমানিত হচ্ছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। শুধু সৌগত রায়ই নন, এই ইস্যুতে তৃণমূল নেতৃত্ব বারবার থাপ্পড় খাওয়ার জন্য গাল বাড়িয়ে দিচ্ছে। এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আজ নদীয়ায় চক্রে তিনি এই মন্তব্য করেন। জয়প্রকাশবাবু বলেন, পেছন থেকে কলকাঠি নাড়ছেন অভিষেক এবং পিকে, আর জনসমক্ষে মান-সম্মান খোয়াচ্ছেন সৌগত রায়ের মত বর্ষীয়ান নেতা।
আজ কৃষ্ণনগরের ভাতজংলা এলাকায় যুব মোর্চার চা চক্রে এসেছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সেখানে শুভেন্দু অধিকারী কে নিয়ে টানাপোড়েন ইস্যুতে তিনি বলেন, শুভেন্দু’কে নিয়ে তৃণমূল নেতৃত্ব বারবার গাল বাড়িয়ে দিচ্ছে থাপ্পড় খাওয়ার জন্য। সৌগত রায়ের মত বর্ষীয়ান নেতাকে চৌরাস্তার মোড়ে এনে কাপড় খুলে দেওয়ার মতো পরিস্থিতি হল কেন? পেছন থেকে কে কলকাঠিকে নাড়ছেন তা সবাই জানে। সৌগতবাবুকে সামনে রেখে কলকাঠি নাড়ছেন প্রশান্ত কিশোর আর অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, সৌগত রায়ের মত বর্ষীয়ান নেতা বারবার অপমানিত হয়েও কেন যে তৃণমূলে আছেন কে জানে! থাপ্পড়টা তো সৌগতবাবুর গালেই লাগছে।