Nephew TMC leader, ফুটবল মাঠে রেফারিকে লাথি মারলেন তৃণমূল নেতার ভাইপো

আমাদের ভারত, ১৬ আগস্ট: রেফারিকে সজোরে লাথি মারলেন পশ্চিম মেদিনীপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। তাকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তর নাম রাজা খান।

মেদিনীপুর শহরে ওল্ড প্রদীপ সংঘ দীর্ঘদিন ধরে চার্চ স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এসেছে। রাজা খান ওল্ড প্রদীপ সংঘের সম্পাদক। তার টিমে খেলার সময় রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে তাকে প্রথমে আঙ্গুল উঁচিয়ে শাসানি দেওয়া হয়, এবং তারপর তাকে সজোরে লাথি মারা হয়। রেফারির নাম লক্ষণ মান্ডি। তিনি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য এবং একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি বলেন, গতকাল প্রথমে এক গোলে এগিয়েছিল রাজা খানের দল। এরপর প্রতিপক্ষ গোলটি শোধ করে, কিন্তু রাজা দাবি করেন, ওটি গোল নয়। আমি নিজের সিদ্ধান্তে ঠিক থাকলে তখন আমাকে লাথি মারেন। যদিও শেষ পর্যন্ত রাজার টিম খেলায় জেতে।

এই অভিযোগ ওঠার পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে এরকম হওয়া উচিত নয়। এক্ষেত্রে ক্ষমা চাওয়া উচিত। এই অভিযোগের ভিত্তিতে রাজা খানকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *