আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৩ আগস্ট: বুধবার বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বহরমপুরে দুর্গাবাহিনীর ৫০০ জনেও বেশি সদস্যা তৃণমূলে যোগদান করলেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বহরমপুর দুর্গাবাহিনীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হল।
তৃণমূল নেতার দাবি উড়িয়ে দিয়ে জানানো হয় এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, দুর্গাবাহিনীর কোনও সদস্যা তৃণমূলে যোগদান করেনি। বর্তমানে দুর্গাবাহিনীর প্রায় ১৫০০ সদস্যা কাজ করে চলেছেন এবং তারা অটুট আছে। যাদের দুর্গাবাহিনী বলে দেখানো হচ্ছে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেক আগেই দুর্গাবাহিনী থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তাছাড়া, দুর্গাবাহিনী সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিংবা কোনও সংস্থার সাথে কোনো ভাবেই যুক্ত নয় এটি একটি স্ব-শাসিত সংস্থা।