পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর করল প্রতারিত ও তাঁর পরিবারের লোকজন। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের।
জানা যায়, ওই তৃণমূল নেতা কলকাতায় রেলে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে।ডেবরার অরুণ হাঁসদার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে। তারপর কলকাতায় কাজও দেয় যুবককে। কিন্তু এক মাস কাজ করার পর প্রতারিত হচ্ছে জেনে বাড়ি চলে আসেন। এমনটাই দাবি প্রতারিত ওই যুবকের পরিবারের সদস্যদের।
অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, সে মিডলম্যানের কাজ করত এবং তাকে ভরসা করেই এলাকার ওই যুবক প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছে। কার্যত টাকা নেওয়ার ঘটনা স্বীকার করে নেন ওই তৃণমূল নেতা।বারবার প্রতারিত ওই যুবককে টাকা ফিরিয়ে দেবে বললেও এখনও দেয়নি। টাকা ফেরত না দেওয়ায় শুক্রবার তাকে গাছে বেঁধে মারধর করে প্রতারিত যুবক সহ তার পরিবারের লোকজন। প্রায় দেড় ঘন্টা ধরে ওই তৃণমূল নেতাকে গাছে বেঁধে রাখা হয়। পর খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাঁধন খুলে নেতাকে থানায় নিয়ে যায়।