সবংয়ের তৃণমূল নেতা তরুণ মিশ্রের বিরুদ্ধে সাংবাদিককে চড় মারার অভিযোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: সবংয়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল। বৃহস্পতিবার তৃণমূলের একটি বিক্ষোভ মিছিল হয় ময়নার বলাইপন্ডা বাজারে। মিছিলের পর একটি পথ সভারও আয়োজন করা হয়।

সভায় আমন্ত্রিত সবংয়ের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র ময়নার সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে বিজেপির দালাল বলে উল্লেখ করে গালাগালি করার পর চড় মারেন বলে অভিযোগ। ওই সংবাদ প্রতিনিধির অপরাধ তিনি ৬ নম্বর রামচক গ্রাম পঞ্চায়েত রাতের অন্ধকারে খোলা রাখার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলোই তার বক্তব্যে আগাগোড়া সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন, মিডিয়া শুধু তৃণমূলের কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে।

এদিন বিক্ষোভ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূলের বিধায়ক সংগ্রাম দোলাই, পঞ্চায়ে সমিতির সভাপতি ও অন্যান্য নেতারা। এদিন তৃণমূল নেতাদের মূল নিশানায় ছিল রাজ্যের বিরোধী দলগুলি। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমকেও আক্রমণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *