আমাদের ভারত, ৯ জানুয়ারি: “৯০ বছরের বৃদ্ধকে ডাকছ, লজ্জা করে না! দুকান কাটা দল। পাটি না দোপাটি। আপনারা কেন পদত্যাগ করবেন না।” এসআইআর নিয়ে এভাবেই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি প্রতিবাদ মিছিলে বার হয়ে বলেন, বাংলায় রোহিঙ্গা ভর্তি, একটাও খুঁজে পায়নি। রোহিঙ্গা যদি থাকে তাহলে অসমে এসআইআর হলো না কেন, ওরা তো বাংলাদেশ থেকে অসম বর্ডার দিয়ে ঢোকে।”
জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ’ কুমার কটাক্ষ করে মমতা আরও বলেন, “তুমি একদিন আটকাবে, ১০০ দিন দেখিয়ে দেব। আমাকে একদিন জেলে ভরবে, আমি তোমাকে গোটা পৃথিবীর জেলে ভরব। ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয়, তাহলে আপত্তি আছে। আপনি কি ম্যাজিশিয়ান।”
মুখ্যমন্ত্রী বলেন, “ভ্যানিশবাবু ১.৫ কোটি ভোট কাটার ক্ষমতা নিয়ে এসেছেন, সবার নাম কেটে ভোটে বিজেপিকে জেতাতে চান। আমাদের এখানে পুঁতলে দিল্লিতে গিয়ে জন্মাব, দিল্লিতে পুঁতলে এখানে জন্মাব। এটা বাংলার মাটি।”
তৃণমূল নেত্রী বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, বিহার-হরিয়ানা জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন। নামটা শুনলেই বাংলা, করে দিচ্ছে হামলা। বাংলা নামটাই সহ্য করতে পারছে না।”

