রামপুরহাট হাসপাতালে গিয়ে জখম মাধ্যমিক ছাত্রীর চিকিৎসার খোঁজ নিলেন তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি

আশিস মণ্ডল, রামপুরহাট, ৩ মার্চ: হাসপাতালে গিয়ে, টোটো থেকে পড়ে গিয়ে জখম হওয়া মাধ্যমিক ছাত্রীর খোঁজখবর নিলেন তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। শুক্রবার সকালে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ছাত্রী ও তার মায়ের খোঁজখবর নেন তিনি। ছাত্রীর হাতে একটি পেন ও গোলাপ তুলে দেন। মায়ের উন্নত চিকিৎসার জন্য কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।

প্রসঙ্গত, মাধ্যমিক ছাত্রীর নাম অর্পিতা মণ্ডল। বাড়ি বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে। সে কুসুম্বা হাইস্কুলের ছাত্রী। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা দিতে কুসুম্বা থেকে মায়ের সঙ্গে টোটো চড়ে রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। আখিরা মোরের কাছে টোটো উল্টে যায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে ছাত্রী ও তার মাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ছাত্রীর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। মা অনিতা মণ্ডলের আঘাতও গুরুতর। হাসপাতাল থেকেই নির্দিষ্ট সময়ে ঘণ্টাখানেক পরে পরীক্ষা দেয় ওই ছাত্রী। শুক্রবার ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। এদিনই শেষ পরীক্ষা।

অর্পিতা বলেন, “মাথায় সামান্য ব্যাথা রয়েছে। হাঁটুর চোটে ব্যাথা রয়েছে। মনের জোরে পরীক্ষা দিচ্ছি। জিম্মি সাহেব খোঁজখবর নিলেন। পেন উপহার দিলেন”।

সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “ছাত্রীর খোঁজ নিলাম। পরীক্ষা ঠিকঠাক দেওয়ার জন্য সাহস যোগালাম। ছাত্রীর হাঁটুতে ব্যাথা রয়েছে। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার আবেদন জানিয়ে এলাম। সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমরা ছাত্রীর পাশে থাকব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *