পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ মে: চাকরির নাম করে প্রকাশ্যে তোলাবাজি করবার ভিডিও সামনে আসবার পরেও অধরা তৃণমূল নেতা। প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাজ্য সড়ক অবরোধ তৃণমূল নেতাদের। বুধবার সকাল থেকে রাজ্যে নজির বিহীন এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আজমতপুর এলাকায়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে তপন-করদহ রুটের যান চলাচল। যে খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় ছুটে আসে তপন থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও বিক্ষোভকারী তৃণমূল নেতাদের দাবি, অভিযুক্ত ব্লক তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ীকে গ্রেফতার করা না হলে অব্যাহত থাকবে তাদের আন্দোলন।
প্রসঙ্গত, চলতি মাসে অভিষেকের জেলা সফরের মাত্র একদিন আগেই সিভিকের চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে শুধু ছবিই নয়, শোনা যাচ্ছিল তপনের তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ী চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিলেন এক যুবকের কাছ থেকে। শুধু তাই নয়, ঘটনা জানিয়ে তপন থানায় অনাদি লাহিড়ীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। কিন্তু তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন ও তৃণমূল কংগ্রেস। উলটে বহাল তবিয়তে ঘুরছেন ওই ব্লক তৃণমূল সভাপতি। শুধু তাই নয়, রীতিমতো দাদাগিরি দেখিয়ে এলাকার সক্রিয় বুথ সভাপতি ও যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিচ্ছেন ওই দুর্নীতিগ্রস্থ নেতা বলে অভিযোগ। যার প্রতিবাদেই এদিন তপন- করদহ রাজ্য সড়কে গাছ ফেলে পথ অবরোধ করেন তৃণমূলের নেতা কর্মীরা। প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে নিয়ে ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে এলাকায় তপন থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছালেও অবরোধ তুলতে ব্যর্থ হয় তারা।

বিক্ষোভকারী তৃণমূল নেতা কর্মীদের দাবি, দুর্নীতিপরায়ণ অনাদি লাহিড়ীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায়। চাকরির নাম করে প্রকাশ্যে তোলাবাজি করবার পরেও গ্রেফতার হয়নি সে। যার প্রতিবাদেই এদিন তাদের এমন আন্দোলন।
তৃণমূলের বুথ সভাপতি আনোয়ার সরকার বলেন, তার কাছ থেকে ছেলেকে চাকরি দেবার নাম করে আড়াই লক্ষ টাকা নিয়েছে অনাদি লাহিড়ী। যে টাকা ফেরানো তো দূরের কথা উলটে হুঁশিয়ারি দিয়ে তাদের নামেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সে। তার টাকা নেবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এর প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছে এলাকার সকল তৃণমূল নেতা কর্মীরা।
যুব তৃণমূল নেতা কায়েল সরেন ও তৃণমূল কর্মী হবিবুর সরকাররা বলেন, দুর্নীতি করবার পরেও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। যার খেসারত প্রতি মুহূর্তে গুনছে দলের কর্মীরা। যে কারণেই এদিন তাদের এমন আন্দোলন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা অনাদি লাহিড়ী সংবাদমাধ্যমকে কিছু বলতে না চাইলেও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার অবশ্য তার পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানান, তৃণমূল কংগ্রেস রাস্তা অবরোধ ও বনধে বিশ্বাসী নয়। দলের নিয়ম ভেঙে যারা একাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে দল। ব্লক সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা পুলিশি তদন্তের বিষয়। তাছাড়া দলগতভাবে অনাদি লাহিড়ীর বিরুদ্ধে কোনো অভিযোগ তারা এখনো পাননি। তার বিরুদ্ধে যে ভিডিও ভাইরাল হয়েছে তা বিজেপির আইটি সেল থেকে করা হয়েছে। যেটা খতিয়ে দেখছে দল।

