ঠাকুরনগরের জনসভায় অজুহাত দেখিয়ে এলেন না অমিত শাহ, অভিযোগ তৃণমূলনেত্রী মমতা বালা ঠাকুরের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ জানুয়ারি: শনিবার ঠাকুরনগরের সভা করবার কথা ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই সভা থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীরI শুক্রবার সকাল থেকেই মতুয়ারা ভিড় জমাতে শুরু করেছিল ঠাকুরবাড়িতে। হেলিপ্যাড সভামঞ্চে তৈরির কাজ শেষ হয়েছিল। সেই সভা বাতিল হওয়ায় মনভার মতুয়া ভক্তদের। মতুয়ারা

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা ইতিমধ্যেই এসে গেছেন ঠাকুরবাড়িতে। কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে আবার কেউ এসেছেন হুগলি থেকে। সকালেই বেশ কিছু বাসে মতুয়া ভক্তরা এসে গেছেন। তাদের বক্তব্য, নাগরিকত্ব নিয়ে অমিত শাহের বক্তব্য শোনার জন্যই এসেছিলেন তাঁরা। সভা বাতিল হলেও আবার আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকত্ব নিয়ে বলবেন৷ সেই আশা বুকে নিয়েই গাইঘাটার ঠাকুরনগর থেকে বাড়ি ফিরছেন মতুয়া ভক্তরা। তবে প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, অনেক বড় বড় ঘটনাতেও সভা বাতিল করেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কিছুই বলতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী, তাই অজুহাত দেখিয়ে আসলেন না ঠাকুর নগরে। মতুয়া ভক্তদের অপমান করলেন তিনি। তাঁর অভিযোগ, আগে থেকে গটআপ করে এই কাজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *