আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জানুয়ারি:
পূর্ব মেদিনীপুরের খেজুরির সূর্যতোরণ ক্লাবের এক ক্রিকেট খেলার অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি শুনলেন কুনাল ঘোষ। তাকে লক্ষ্য করে বেশ কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। ওই ধ্বনি শুনে হাসিমুখে এগিয়ে যান কুণাল ঘোষ। জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকা মানুষদের হাতজোড়ো করে সামনে ডাকেন কুণাল ঘোষ।
তারপর তিনি বলেন, কোনো অসুবিধে নেই সামনে আসুন। তারপর ওই ব্যক্তিদের সঙ্গে করমর্দন করে নতুন বছরের শুভেচ্ছা জানান কুণাল ঘোষ। পরে বলেন, আপনারা দিদির সুরক্ষা কবজের মধ্যে রাজ্য সরকারের সমস্ত স্কিম গুলো করে নেবেন। আর এতে তাতে তারা খুশি হয়েছে বলে জানান কুনাল ঘোষ।