আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা। অর্জুন সিং সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছে। আর সেই মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তৃণমূল নেতা তথা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি।
যদিও নিজের মন্তব্যে অনড় অর্জুন সিং। তাঁর পাল্টা দাবি, রাজ্যে জেহাদিদের সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে রাজ্যে জেহাদি জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে পড়েছে। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি এসব মামলা- নোটিশে ভয় পাই না। বেআইনি ভাবে আমাকে গ্রেপ্তার করলে যে করবে তার বাড়ি- হাঁড়ি বিক্রি করিয়ে দেব।”
উল্লেখ্য, অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।