আমাদের ভারত, কলকাতা, ২২ জুলাই: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল, সাংসদীয় দলের বৈঠকের পর জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী প্রার্থীকে ভোট না দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘‘মমতার সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে।“
অভিষেকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার প্রতিক্রিয়ায় বলেছেন, সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা গুরুত্বহীন এটা থেকেই তা পরিষ্কার। গুরুত্ব নেই বলেই বিরোধীরা তৃণমূলের সঙ্গে কোনও পরামর্শ করেনি। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, তিনি দিল্লির রাজনীতির কথা না ভেবে বরং বাংলায় নজর দিন, সেই বার্তাই দেওয়া হয়েছে।
সুকান্ত মজুমদার শুক্রবার টুইটারে লিখেছেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার টিএমসির সিদ্ধান্ত। কারণ তাদের সাথে নাকি পরামর্শ করা হয়নি। এতে নির্বাচনের ফলাফল পরিবর্তন হবে না। কিন্তু এটা নিশ্চিতভাবেই দেখিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা কতটা খারাপভাবে দেখেন। এটি অবশ্যই পশ্চিমবঙ্গের দিকে মনোনিবেশ করার তাঁর জন্য একটি বার্তা হবে। যেখানে শাসন ব্যবস্থা বিপর্যস্ত।“