Sukanta, BJP, TMC, অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক দেখাতে স্থানীয়দের নাম ব্যবহারের অপচেষ্টা করছে তৃণমূল, দাবি সুকান্তর

আমাদের ভারত, ৩০ নভেম্বর: ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল বসিরহাটে। বিজেপির দাবি, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বৈধ হিসেবে প্রতিষ্ঠিত করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বসিরহাটের একটি ঘটনা তুলে ধরে ছবি ও ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা।

সুকান্ত মজুমদার বলেছেন, বসিরহাটে অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে স্থানীয় বাসিন্দাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের বাবা হিসেবে। এক ব্যক্তি সরকারি বিভিন্ন দপ্তরে দরবার করেও সুরাহা পাননি। তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে ওই ব্যক্তির বক্তব্যের ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলপূর্বক বৈধ নাগরিক হিসেবে দেখানো অপচেষ্টা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে। বসিরহাটে সাম্প্রতিক ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ।

অভিযোগ অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশ থেকে বসিরহাটে এসে শাসক দলের প্রত্যক্ষ প্রশ্রয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় এক ব্যক্তির নথি হাতিয়ে নিয়ে তাকে নিজের পিতা হিসেবে দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে এই জালিয়াতির বিরুদ্ধে বিডিও, মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশের দোরগোড়ায় ঘুরেও কোনো ফল পাননি বসিরহাটের বাসিন্দা জিয়াদ দফাদার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর আবহে তিনি বাধ্য হয়ে আবারো অভিযোগ জানিয়েছেন।

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে কিভাবে সুপরিকল্পিতভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলছে ঘটনাটি দেখলে তা স্পষ্ট বোঝা যায় বলে দাবি করেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, বাংলার মানুষ আজ সেই বাস্তবতা বুঝেছেন। তাদের মনে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দানা বেঁধেছে। তাই অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দানে অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রয়েছেন এসআইআর- এর বিরোধিতা করতে।

সুকান্ত মজুমদারের দাবি, বাংলার জনগণ প্রমাণ করে দিচ্ছেন ব্যর্থ মুখ্যমন্ত্রীর এই অপচেষ্টা সফল হবে না। জনগণ জাগরণ আজ সব থেকে বড় বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *