জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ অক্টোবর:
উত্তরপ্রদেশের হাথরসে দলিত কিশোরীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী কৃষি আইনের প্রতিবাদ আন্দোলনে নামছে তৃণমূল। আগামীকাল থেকে গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলায় ২১টি ব্লক ও ৭টি শহরাঞ্চলে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। আজ মেদিনীপুরের ফেডারেশন হলে এক সাংবাদিক বৈঠকে দলের সর্বোচ্চ নেত্রীর এই নির্দেশের কথা জানান জেলা সভাপতি অজিত মাইতি।
তিনি বলেন, উত্তরপ্রদেশের বিজেপি সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে এবং এই শান্তির বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছে। বাংলার মানুষ তা কোনও দিনই মেনে নেবে না। বাংলার মানুষের অধিকার রক্ষায় তৃণমূল সর্বদা তাদের পাশে থাকবে। সেই কারণেই বিজেপির বিরুদ্ধে গোটা জেলাজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার কর্মসূচি নিয়েছে তৃণমূল।