১১ লক্ষেরও বেশি টাকা ফেসবুক প্রচারে ঢেলে রাজনৈতিক প্রচারের শীর্ষে তৃণমূল কংগ্রেস

রাজেন রায়, কলকাতা, ৭ সেপ্টেম্বর: ফেসবুক শুধুমাত্র রাজ্যে এবং কেন্দ্রে কেন্দ্রীয় সরকার বিজেপির পোস্টগুলি বেশি করে প্রচার করছে এবং তৃণমূল কংগ্রেসের পোষ্ট কম প্রচার হচ্ছে, এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ থেকে ডেরেক ও’ব্রায়েন চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন মার্ক জুকারবার্গের কাছে। তার প্রত্যুত্তরে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, গত মাসে রাজনৈতিক প্রচারে ফেসবুকে সবচেয়ে বেশি টাকা ঢেলেছে তৃণমূল কংগ্রেস৷ গত একমাসে ৭৭টি রাজনৈতিক বিজ্ঞাপন দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এর জন্য রাজ্যের শাসক দলের খরচ হয়েছে ১১ লক্ষ ১৭ হাজার ৭৩৭ টাকা৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল প্রচারে তৃণমূল কংগ্রেসে কতটা আগ্রাসী, সেই তথ্যই চলে এসেছে সকলের সামনে।

দেশের তথা রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি এই পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে আছে। সাম্প্রতিক কালে ভারতে ফেসবুকে সবচেয়ে বেশি খরচ করা ১০টি বিজ্ঞাপনের তালিকা তুলে ধরা হয়৷ সেখানেই দেখা যায়, গত ৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুক ইন্ডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য সবচেয়ে বেশি ব্যয় করেছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ৷

স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও পেছনে ফেলে দিয়েছে৷ সর্বোপরি, বিজেপিকে টেক্কা দিয়ে বিজ্ঞাপন ব্যয়ে শীর্ষে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস৷ গুগল এবং টুইটার উভয় রাজনৈতিক বিজ্ঞাপনকে ‘না’ বলায় রাজনৈতিক দলগুলির সামনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মার্ক জুকারবার্গের সংস্থা৷ সেই প্ল্যাটফর্ম শাসকদল কতটা সুন্দর ভাবে ব্যবহার করেছে, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *