আমাদের ভারত, বনগাঁ, ১২ নভেম্বর: বিজেপির বিজয়া সম্মেলনের কাটআউট, পোস্টার, ফ্লাগ ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অভিযান ক্লাব মোড় এলাকায়।
বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বিজয়া সম্মেলন হওয়ার কথা ছিল। এই বিজয়া সম্মেলনে জেলা সভাপতি সহ রাজ্য নেতা রিতেশ তেওয়ারি ও জয়প্রকাশ মজুমদার আসবেন বলে জানান বিধায়ক বিশ্বজিৎ দাস। বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভবনের বাইরে কাটউট, পোস্টার ফ্লাগ ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা দেখে ভবনের বাইরে ওভার গেট ছিঁড়ে ফেলা হয়েছে, ফ্লাগ খুলে এদিক-ওদিক ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এ বিষয়ে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই রাতের অন্ধকারে এ সমস্ত কাজ করেছে। ঘটনার বিবরণ জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে।
বিশ্বজিতবাবু বলেন, এর আগেও আমার উপরে হামলার ঘটনা ঘটিয়েছিল তৃণমূল। এই জঘন্য নোংরা রাজনীতি তৃণমূলের গুন্ডা বাহিনীদের কাজ। তৃণমূল নেতা গোপাল শেঠ অভিযোগ অস্বীকার করে বলেন, এই সমস্ত নোংরা ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।