পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: সারা রাজ্যের পাশাপাশি আজ মেদিনীপুর শহরের ২৫ নং ওয়ার্ডে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় রাঙামাটি হাইস্কুল প্রাঙ্গণে।

এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা পড়িয়া সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে। পরে এলাকার ছেলেমেয়েদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি এলাকার গুনিজনদের সম্বর্ধনা দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন এলাকার কাউন্সিলর তথা ওয়ার্ড সভাপতি সত্য পড়িয়া।
এদিনের সভা থেকে প্রত্যেক বক্তাই আগামী নির্বাচনে বিভেদ ভুলে এক হয়ে বিজেপিকে হারানোর ডাক দেন।

