আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুলাই: বাঙালি ও বাংলা ভাষার ওপর বিজেপি লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগ তুলে রবিবার জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করল শহর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ মাহাতো সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা।
তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ রাজ্যজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বিজেপি যেভাবে বাংলা ও বাঙালির অস্তিত্বকে আক্রমণ করছে, তা বরদাস্ত করা যায় না। বাংলার সংস্কৃতি, ভাষা ও আত্মপরিচয় রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। আজকের মিছিল তারই একটি প্রতীক।”
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে বাংলার সাংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্যকে আঘাত করছে। এ ধরনের ‘সাম্প্রদায়িক ও ভেদনীতি মূলক রাজনীতি’র বিরুদ্ধে রাজ্যের সর্বস্তরের মানুষকে একজোট হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা।