পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: আগামী একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে মেদনীপুর শহরে প্রস্তুতি সভা হলো সোমবার। এদিন দুপুরে মেদিনীপুরের জেলা পরিষদ হলে এই প্রস্তুতি সভার আয়োজন করেছিল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এই প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, সেচ মন্ত্রী মানস ভু্ঁইঞা সহ মেদিনীপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, সাংসদ ও নেতৃত্বরা। বক্তারা একুশে জুলাই- এর মাহাত্ম্যের কথা শোনানোর পাশাপাশি ধর্মতলার সমাবেশ যাতে সফল হয় সেই ডাক দেন।
সম্প্রতি খড়্গপুরে বর্ষীয়ান বামপন্থী নেতা অনিল
দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী বেবি কোলে। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার হননি বেবি কোলে। এদিন সুব্রত বক্সীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কিছু না বললেও, এ বিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দল তাকে শোকজ করেছিলো, কিন্ত পরবর্তীতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বেবি কোলেকে বহিষ্কার করা হলো। এসব ক্ষেত্রে আমাদের দল জিরো টলারেন্স নীতি মেনে চলে।