পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: আগামী ২১ জুলাইকে সামনে রেখে সারা রাজ্যজুড়ে চলছে তৃণমূলের প্রস্তুতি পর্ব। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ২১ জুলাইকে সামনে রেখে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালিদের উপর নিলর্জ্জভাবে অত্যাচারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মেদিনীপুর শহরে পদযাত্রা ও পথসভার আয়োজন করল তৃণমূল। এদিন এই পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, মৌসুমী হাজরা সহ অন্যান্য তৃণমূলের নেতা- কর্মীরা।