পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সভাকে সামনে রেখে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করসা অঞ্চলের গৃহদহ বাজারে মহা মিছিল করল তৃণমূল নেতা- কর্মীরা। এদিন এই মহা মিছিলে “ধর্মতলা চলো”এই স্লোগান দিয়ে মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।
উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ হাজরা সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতা কর্মীরা।