পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছিল বিজেপির। আজ তারই পাল্টা প্রতিবাদ মিছিলে শামিল হলো তৃণমূল।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এদিনের এই মিছিলে অংশ নেন। তিনি বলেন, বিজেপি গোটা রাজ্যটাকে অশান্ত করে তুলছে। এর প্রতিবাদে এবং তার পাশাপাশি শুভেন্দুর কনভয়ে হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ মিছিল। তিনি বলেন, চন্দ্রকোনার স্থানীয় মানুষজন দেখেছেন আদৌ হামলা হয়েছিল কি না। তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের তরফে এই প্রতিবাদ মিছিল করা হলো। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন স্থানীয় ব্লক নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বও।

