পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১২ আগস্ট: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে আজ মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ ও মিছিল করা হয় জেলা তৃণমূলের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, মুড়ি, চিঁড়ে সহ নিত্যপ্রয়োজনীয় প্যাকেটজাত দ্রব্যে জিএসটি চাপানো, সমস্ত প্রকার রাসায়নিক সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জাতীয় সম্পদের বেসরকারিকরণ ও ১০০ দিনের কাজের বাংলার প্রাপ্য মজুরি আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুর চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি পিংলা বিধানসভা এলাকায় জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শবেরাতির নেতৃত্বে ইডি এবং সিবিআইয়ের দ্বিচারীতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিল থেকে পথ চলতি জনসাধারণকে রাখিও পরানো হয়।