নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ আগস্ট :
বাংলার রাখি উৎসবের মাহাত্ম্য বিষর্জন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমন অভিযোগ করলেন বিজেপি নেতা কাসেম আলি।
তিনি বলেন তৃণমূল বাংলা আমার মা লেখা রাখি বিলি করছে। বাংলা সবার মা। তৃণমূল, বিজেপি সব রাজনৈতিক কর্মীরা মা বাংলা। কিন্তুু বাংলায় বর্তমানে কত মায়ের কোল খালি হয়েছে শুধু রাজনৈতিক সংঘর্ষে কত মা তার পুত্রকে হারিয়েছেন। এই প্রশ্ন তুলেই সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন কাসেম আলি। তিনি বলেন, তৃণমূলের মা শব্দ ব্যবহার করার অধিকার নেই। আগে পুত্র হারানো মায়ের বিচার দিক রাজ্য। তারপর ঘটা করে রাখি উৎসব করবে তৃণমূল।
কাসেম আলি বলেন, এই খুনের রাজনীতির জন্য আজ বহু বোন তার দাদার হাতে রাখি পরাতে পারবেন না। বিরোধী রাজনৈতিক কর্মী হবার জন্য তাঁরা খুন হয়েছেন। সেই সমস্ত হতভাগ্য বোনদের দিকে তাকাক তৃণমূল। তাহলে যদি তৃণমূলের বোধের উদয় হয়। বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক কাসেম আলি বলেন, বাংলায় শুধুমাত্র লোকসভা ভোটের পরে ৮২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। বহু বিজেপি কর্মী মিথ্যে মামলায় জেলে রয়েছেন। তাদের পরিবার রয়েছে। রবীন্দ্রনাথের বাংলায় উৎসবের সকালে পরিবারগুলির খোঁজ নিয়েছে রাজ্যের শাসক দল? যদি খোঁজ নিত তাহলে নিজেরাই উৎসব থেকে সরে দাঁড়াতো।