নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুলাই : ভার্চুয়াল সভায় শহিদের অপমান করেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতায় এই ভাষাতেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, শহিদদের সভায় এদিন শহিদদের নাম উচ্চারণ করলেন না তৃণমূল নেতারা। যা শহিদদের অপমান বলেই দাবি করেন রাহুল সিনহা।
তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের কথা ভুলেছে তৃণমূল। এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা পুরোপুরি ব্যর্থ। ভার্চুয়াল সভা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল না। অন্যদিকে কিছুদিন আগেই রাজ্যে প্রথম ভার্চুয়াল সভা করেছেন অমিত শাহ। তাতে বহু মানুষ যোগদান করেছেন। এর থেকেই প্রমানিত হয় তৃণমূলের শেষের সময় শুরু। এমনকি অমিত শাহের ভার্চুয়াল সভাকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতারা। আর কয়েকদিন যেতে না যেতেই বিজেপির দেখানো পথে সভা করলেন তৃণমূল নেতারা।

