সুশান্ত ঘোষ, বারাসত, ৬ মার্চ: নারী শক্তির জয়গান করে কাছারি ময়দানে বাংলায় বক্তব্য শুরু করলেন মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের মত বুধবারও রাজ্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ সকালে কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করন। মেট্রো প্রকল্প উদ্বোধনের পর তিনি বারাসতে আসেন।
এই বারাসতের পাশের লোকসভা কেন্দ্র হল বসিরহাট। তারই অন্তর্গত সন্দেশখালি। আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় মোদী সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলকে আক্রমণ করেছেন। সেই সূত্র ধরে বারাসতে আক্রমণের মাত্রা আরও বাড়ল। মোদী বললেন, সন্দেশখালির ঝড় গোটা পশ্চিমবঙ্গে উঠবে।
তিনি বলেন, বাংলার মা বোনেদের সঙ্গে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারও মাথা নিচু হয়ে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে যা হয়েছে তাতে এই সরকারের কিছু এসে যায় না। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। সব জায়গায় মা বোনেদের উপর অত্যাচার করছে তৃণমূল নেতারা। ওই নেতাদের উপর ভরসা রয়েছে দলের। কিন্তু বাংলার মা-বোনেদের উপর ওদের ভরসা নেই। ‘পুরো বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে’, মন্তব্য মোদীর।
পরিবারবাদ নিয়ে বিরোধীদের খোঁচা মোদীর। তিনি বললেন, “সকলে বলে মোদীর পরিবার নেই। তাই আমি পরিবারবাদের বিরোধী। কিন্তু দেশের সকলেই আমার পরিবার। দেশের প্রতি কোনায় কোনায় যারা রয়েছেন, তাঁরা সকলেই আমার পরিবার।” বাংলায় বললেন, “বাংলার সব মা-বোনেরা আমার পরিবার।” বিপদে বাংলার মা-বোনেরা দুর্গার মতো তাঁকে রক্ষা করেন বলেই মন্তব্য মোদীর।
গঙ্গার তলা দিয়ে মেট্রো উদ্বোধনের কথা বলতে গিয়ে মোদী বুঝিয়ে দিলেন, কেন্দ্র যা বলে তা করে। তাঁর কথায়, মেট্রোই প্রমাণ যে বিজেপি সরকার কত দ্রুত কাজ করে। ২০১৪ থেকে ২৪ এর মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেই মন্তব্য করলেন তিনি।

