জে মাহাতো, মেদিনীপুর, ৬ জানুয়ারি: বুধবার সবংয়ে জনসভায় বক্তব্য রাখেন ভারতী ঘোষl তিনি বলেন, তৃণমূল প্রতিদিন ভাঙছেl দলটা ভেঙে চুরমার হয়ে যাবেl দলকে বাঁচানো বিনয় মিশ্র পালিয়ে গেছেl লালা, এনামুল এবং তৃণমূল একাকার হয়ে গেছেl ভারতী ঘোষ বলেন, মধ্যবিত্ত পরিবারের তৃণমূল নেতারা আজ ফুলে-ফেঁপে কলাগাছ হয়েছে, কিন্তু মানুষ এসব চায়নিl
তিনি বলেন রাজ্যে ৪২ লক্ষ বেকারl অলিতে গলিতে শুধু বেকার আর বেকার, আর দিদি করছেন দুয়ারে দুয়ারে সরকার। তিনি যখন পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপারের দায়ত্বে ছিলেন সেই সময় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ১৭ সালের উপনির্বাচনে সবং কেন্দ্রে অবাধ নির্বাচন করেছিলামl সেখানে বিজেপি ২০০০ থেকে বেড়ে সাঁইত্রিশ হাজার ভোট পেয়েছিলl সেজন্য আমার উপর তৃণমূল নেত্রীর এত রাগl আমাকে জেলা থেকে বদলি করে দিলেন এই কারণেl ভারতী ঘোষ বলেন, মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ত্রাণের টাকা, চালের টাকা চুরি করে করে মানুষের মন থেকে তৃণমূল মুছে গেছেl মানুষের মধ্যে মরে গেছে তৃণমূলl তাই আগামী বিধানসভা নির্বাচনে জোড়া ফুল যাবে, পদ্মফুল আসবেl