(প্রতীকি ছবি)
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩১ অক্টোবর: শনিবার গোসাবা বিধানসভা উপ নির্বাচনের দিন বালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা সুব্রত মণ্ডলের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঐদিন রাতে তাঁর পুকুরে একদল দুষ্কৃতী বিষ দিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি অভিযোগ যে দুষ্কৃতিরা বিজেপি আশ্রিত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার বালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে রবিবার গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুব্রত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।
সুব্রত বলেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এই দুষ্কর্ম করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।”
এ বিষয়ে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছেন সুব্রত। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। গোসাবার বিজেপি নেতা গোবিন্দ রপ্তান বলেন, “ভোট শুরুর আগে থেকেই আমাদের সমস্ত কর্মী, কার্যকর্তাদের হুমকি দিচ্ছে, মারধর করছে তৃণমূল। বিজেপি কর্মীরা এমনিতেই আক্রান্ত। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটতে পারে। এর পিছনে বিজেপির কোনও হাত নেই।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামান্য উত্তেজনা রয়েছে। তবে এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে কেন্দ্রীয় বাহিনী এদিন রুট মার্চ করেছে এলাকায়। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ।