বিজেপির সুবিধা পাওয়ার আশঙ্কা! মিমকে ঠেকাতে পুরুলিয়ার সংগঠিত হাজী ও ওমরদের নিয়ে বৈঠক তৃণমূলের

সাথী দাস, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি: মুসলিম ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতে মরিয়া তৃণমূল। বিহারের সাম্প্রতিক নির্বাচন থেকে শিক্ষা নিতে সতর্ক রাজ্যের শাসক দল। মিমের মাধ্যমে বিজেপি যাতে সংখ্যালঘুদের সমর্থন না পায় তার জন্য তৎপর হল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। জেলার সংগঠিত হাজী ও ওমরদের নিয়ে বৈঠক করে দলের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি আদায় করল তৃণমূল। রবিবার তৃণমূল কংগ্রেসের জেলা সদর কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের সঙ্গে তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক করে মিম থেকে সাবধান থাকার জন্য সতর্ক করে দেন উপস্থিত হাজী ওমর ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের।

পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, “রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের জন্য বহু প্রকল্প চালু করেছেন। এর সুফলও পাচ্ছেন তাঁরা। তাঁদের হজে যাওয়ার জন্য বিশেষ সুবিধা ও ব্যবস্থা করেছেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে, কর্মসংস্থানেরও সুযোগ সুবিধা পাচ্ছেন শিক্ষার্থী ও যুব সমাজ। স্বভাবতই তাঁদের সমর্থনের আশা করতেই পারি আমরা। এই ক্ষেত্রে মিমকে মুসলিম ভোট ভাগ করতে দেব না আমরা।”

অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের জেলা সভাপতি রিজওয়ান হুসেন বলেন,”আমরা দিদির কাছে কৃতজ্ঞ। মানছি সব কিছু চাওয়া পাওয়া পূরণ হয়নি। আগামীতে সেটাও পূরণ হয়ে যাবে বলে আমি আশাবাদী। দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় বর্তমানে প্রায় ৮ শতাংশ মুসলিম সম্প্রদায় মানুষ রয়েছেন। এর মধ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চার হাত ধরে একটা বড় অংশ শাসক দলের সমর্থন পরিবর্তন করেছেন। শাসক তৃণমূলের সংখ্যালঘু সেল খুবই দুর্বল অবস্থায় রয়েছে। নেতৃত্ব নিয়েই ক্ষোভ রয়েছে তৃণমূল সংখ্যালঘু সেলের সদস্যরা। তার উপর জেলায় মিমের ছায়া দেখা দেওয়ায় অশনি সংকেত দেখছেন পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তাই মিমের পরোক্ষ সাহায্যে মুসলিম ভোট ভাগাভাগি হয়ে বিজেপি যাতে সুবিধা পেয়ে যায় তাই আগে ভাগে মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের সঙ্গে তৃণমূলের বৈঠক বলে রাজনৈতিক মহলের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *