পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। উত্তপ্ত হল শাঁকপুর গ্রাম। চারজনকে ভর্তি করা হয় হাসপাতালে। এবারেও আক্রান্তদের অভিযোগ তৃণমূল বিধায়ক শিউলি সাহার অনুগামীদের বিরুদ্ধে।
গত কয়েকদিন ধরেই তৃণমূলের এই দুটি গোষ্ঠীর মধ্যে শাঁকপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। বুধবার এই গ্রামে ওই দুই গোষ্ঠীর সংঘর্ষে তিনজন মহিলা সহ এক যুবক আক্রান্ত হয়েছিল। আক্রান্তরা অভিযোগ তুলেছিল তৃণমূলের বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। ফের একই ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে। এবার চার ব্যক্তিকে জখম অবস্থায় প্রথমে ভর্তি করা হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
কেশপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি জাহাঙ্গীর খান বলেন, “পুরো ঘটনাটি ঘটছে শিউলি সাহার মদতে। যে সমস্ত কর্মীরা ওনার নির্বাচনের জন্য লড়াই করলেন আজ তাদের উপরই আক্রমণ করছেন। আসলে ওনার কোনো লোককেই বেশি দিন ভালো লাগে না।”
তবে তৃণমূলের ব্লক সভাপতি প্রদ্যোত পাঁজা বলেন, “এই ঘটনাটা পুরোপুরি পারিবারিক। পারিবারিক গন্ডগোল থেকেই বুধবার সংঘর্ষ হয়েছিল। তা থেকেই আজকেও একই ঘটনা ঘটে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।”