আমাদের ভারত, হাওড়া, ১০ ডিসেম্বর: বৃহস্পতিবার তৃণমূলের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কাড পেশ হল। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও এই রিপোর্ট কাড পেশ করেন জেলার তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনে এই রিপোর্ট কাড পেশ করেন সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক ইদ্রিশ আলি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান।
এদিন তৃণমূল নেতৃত্ব জানান, গত ১০ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাস। রুপশ্রী থেকে কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে সবুজ সাথী, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্য সাথী সব প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যের মানুষ। এমনকি রাজ্যের প্রতিটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, গত ১০ বছরে রাজ্যের মানুষের গড় আয় যেরকম বৃদ্ধি পেয়েছে সেইরকম মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। রাজ্যে নতুন মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। ঘরে ঘরে পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আগামীদিনেও রাজ্যের মানুষ এই উন্নয়নের সুফল পাবে বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব।