আমাদের ভারত, আরামবাগ, ২২ ডিসেম্বর: তৃণমূলের যুব সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আরামবাগ রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানের হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ আরো যুব নেতৃত্বরা। এই সভায় শতাধিক মানুষ হাজির ছিলেন। আরামবাগ মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে বাইক মিছিল সহকারে তৃণমূল যুব কর্মীরা এই অনুষ্ঠানে হাজির হন।
জানা গেছে, আগামী পঞ্চায়েত নির্বাচন ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব সভাপতি পলাশ রায় জানান, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের প্রদর্শিত পথ ও রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশকে বাস্তবায়িত করতে
আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সভা।