পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: রেল শহর খড়্গপুর এক কথায় মিনি ইন্ডিয়া নামে পরিচিত।কিন্তু এবার সংবাদ শিরোনামে উঠে এল খড়গপুর। মধ্যরাতে শহরের ২৬ নম্বর ওয়ার্ডে পাঁচপীর এলকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী প্রিয়াঙ্কা সি’র বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুঁড়ে হামলা চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। একটি বোমা দেওয়ালে লেগে বিকট শব্দে ফেটে যায়। আর অপর একটি বোমা চাদরে আটকে যায়।

বোমার আঘাতে দেওয়ালে তৈরি হয় গর্ত। আর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থেকে বোমার অংশগুলি। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মধ্যরাতে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন এলকাবাসীরা। পুলিশ এসে একটি বোমা উদ্ধার করেছেন। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

