তৃণমূল শূন্য পেয়ে পরীক্ষায় ফেল করেছে: জয়

আমাদের ভারত, হাওড়া, ৬ সেপ্টেম্বর: কংগ্রেস আগেই ফেল করেছিল, সিপিএম ডাহা ফেল করেছে আর তৃণমূল শূন্য পেয়ে ডাহা ফেল করেছে। এবার বিজেপির পালা। আর আমাদের দৃঢ বিশ্বাস বিজেপি স্বসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হবে। রবিবার বিকেলে শ্যামপুরে বিজেপির সদস্যতা আভিযানে অংশ নিতে এসে এই কথা বলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দোপাধ্যায়।

এদিন জয় বলেন, এখন রান্নঘর থেকে হাসপাতাল, বাড়ির উঠান থেকে রাস্তার অলিগলি সব জায়গাতেই মানুষ বিজেপির আসার অপেক্ষায় বসে আছে। গৃহবধূ রান্নাঘরে রান্না করতে করতে ভাবছেন কেন্দ্রের বিজেপি সরকার বিনা পয়সায় গ্যাস দিয়েছেন আরোও অনেক সুবিধা পাব। অন্যদিকে হাসপাতালের চিকিৎসক ভাবছে বিজেপি সরকার ক্ষমতায় আসলে আর রোগ নিয়ে মিথ্যা কথা লিখতে হবে না। আবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া রোগী ভাবছে যদিও আরোও ৭/৮ মাস বেঁচে থাকতে পারা যায় তাহলে মৃত্যুর পরে আত্মীয়রা দেহটাকে সদগতি করতে পারবে, আর তা না হলে হাসপাতালের শৌচালয়ের বাইরে মৃতদেহ পড়ে থাকবে।

এদিন জয় বলেন মানুষ এবার ঠিক করে নিয়েছেন রাজ্যে বিজেপিকে ক্ষমতায় বসাবে আর এখন সেটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি নেতা দাবি করেন, বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে ক্ষমতায় আসার পরে সুশাসন প্রতিষ্ঠা করবে, মানুষকে শান্তি দেবে। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে জয় দলীয় কর্মীদের ৭/৮ মাস একজোট হয়ে লড়াই এর ময়দানে নামার আহবান জানান। এদিন জয়ের হাত ধরে প্রায় এক হাজার তৃণমুল কর্মী বিজেপিতে যোগ দেয়। দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জয় বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *