সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: ব্লক যুব সভাপতি এবং ব্লক যুব সহ সভাপতির দায়িত্ব পেলেন সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত দুই যুবক। তাঁরা সরাসরি শাসক দলের দায়িত্বশীল পদে বসতেই সিভিক পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরুলিয়ায়। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও ব্লকের মাদার, যুব এবং মহিলা সভাপতি এবং সহ সভাপতিদের নাম ঘোষণা হয়। সেই তালিকায় দেখা যায় পুঞ্চা ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন কেন্দা থানা এলাকার বালকডি গ্রামের সিভিক ভলান্টিয়ার শান্তি স্বরূপ। দলীয় প্রকাশিত তালিকাতে তাঁর নাম রয়েছে। এছাড়া ওই দলেরই পাড়া ব্লকের যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন ওই থানা এলাকার সিভিক ভলান্টিয়ার রাকেশ মুখার্জি।
যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ পুঞ্চা ব্লকের ব্লক যুব সহ সভাপতি তথা সিভিক ভলান্টিয়ার শান্তি স্বরূপ। তিনি অবশ্য বলেন, “দল পদ দিয়েছে। যা বলার দলই বলবে।” অন্য আর এক সিভিক ভলান্টিয়ার পাড়া ব্লকের ব্লক যুব সভাপতি তথা সিভিক ভলান্টিয়ার রাকেশ মুখার্জির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে, বিজেপির জেলা নেতৃত্ব। এবিষয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “প্রথম থেকেই আমাদের স্লোগান ছিল, পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো। তারই বাস্তব রূপ দেখা যাচ্ছে পুরুলিয়ায়। এবার সরকারি সিভিক ভলান্টিয়াররা তৃণমূলের ঝান্ডা তলে কাজ করবে। এখানে সিভিকের নিরপেক্ষতা বলে আর কিছু থাকলো না।”
যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “কে কোন কাজ করে তা জানা ছিল না, তবে বিষয়টি খতিয়ে দেখার পর দলগত ভাবে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে। আইন এবং নিয়ম সবটাই খতিয়ে দেখা হবে।”

