আশিস মণ্ডল, রামপুরহাট, ৩০ অকটবর: তরুণীকে ধর্ষনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সহ-সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করল দল। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন।
বুধবার রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দু’বারের নির্বাচিত কাউন্সিলর তথা রামপুরহাট শহর কমিটির সহ-সভাপতি প্রিয়নাথ সাউ- এর বিরুদ্ধে রামপুরহাট থানায় ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেই অভিযোগের বিষয়টি চাউর হতেই জেলাজুড়ে শোরগোল পড়ে যায়। চলে রাজনৈতিক চাপানউতোর। তারপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।
আশিসবাবু বলেন, “কেউ অন্যায় করলে দল বরদাস্ত করবে না। তাই দলের নির্দেশ মেনে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। সেই সঙ্গে এখন থেকে প্রিয়নাথ সাউ আর তৃণমূল কাউন্সিলর নন।” যদিও পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

