সাথী দাস, পুরুলিয়া, ৮ ডিসেম্বর:
‘দাদার অনুগামী’তে সক্রিয়তার জন্য জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু জানান, “দল বিরোধী কাজের জন্য গৌতম রায়কে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল।”
তাঁর এই বহিস্কারের ঘোষণার ৬ ঘণ্টা আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন গৌতম রায়। পুরুলিয়া শহরে ‘দাদার অনুগামী’ কার্যালয়ে তিনি জানান, “দলের পরিচালনা করার জন্য অযোগ্য ব্যক্তি রয়েছেন। না হলে কোনও শোকজ চিঠি না দিয়েই বহিস্কারের সিদ্ধান্ত নেয় কী করে দল? এছাড়া যদি দলের দম থাকে দাদাকে বহিষ্কার করে দেখাক।”

তিনি খানিকটা আক্ষেপের সঙ্গে বলেন, “জন্ম লগ্ন থেকে রক্ত দিয়ে দল করে গিয়েছি। সিপিএমের অত্যাচার সহ্য করে আজ এই জায়গায় দল পৌঁছেছে। দল আজ উপহার দিল।” এদিন তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, “তৃণমূলে বড় ভাঙন খুব অল্প সময়ের মধ্যে হবে। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হবে তৃণমূল।”

