রাজেন রায়, কলকাতা, ১০ সেপ্টেম্বর: ‘আমরা মেরুকরণের রাজনীতি করি না। আমরা মানুষী করণের রাজনীতি করি। বাংলার মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়।’ এভাবেই বিজেপি সভাপতি জে পি নাড্ডার মেরুকরণের রাজনীতির অভিযোগকে উড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার বিজেপির ভার্চুয়াল সভায় রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করেন জে পি নাড্ডা। তার জবাবে এদিন পাল্টা সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ খারিজ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নাকতলায় নিজ বাসভবনে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘যারা রাজনীতি করার জন্য রাজনীতি করছেন তাদের ২১- এর পরীক্ষায় পাশ হতে হবে, তার পরেই তারা প্রথম আসবে কি লাস্ট আসবে সেটা রাজ্যের মানুষ বিচার করবেন। তবে বাংলার মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এর ওপর পূর্ণ আস্থা রেখেছেন। কেন না মমতা বন্দ্যো পাধ্যায় তোষণের রাজনীতি করেন না, মানুষকে দেখার রাজনীতি করেন। রাজ্যের কোষাগারে অর্থনৈতিক অবরোধ চলছে। কেন্দ্র টাকা দিচ্ছে না। তবুও তিনি এই কঠিন সময়ের মধ্যেও জনস্বার্থ রক্ষা করে গিয়েছেন।’
নাড্ডা ভার্চুয়াল বৈঠকে বিজেপিকে গরিবের সরকার বলে উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গে কটাক্ষ করে পার্থ এদিন আরও বলেন, ‘যারা একের পর এক রেল, ভেল, বিএসএনএল সহ দেশেের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটছে তারা নিজেদের কি করে গরিবের সরকার বলেন? তারা গরিবের সরকার নয়।”