আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৫ নভেম্বর: খড়গ্রামে শুভেন্দুর সভা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। গতকাল বিকেলে শুভেন্দু অধিকারীর সভাস্থল পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মুসারফ হোসেন ও সহকারি সভাধিপতি বৈদ্যনাথ দাস। এবার শুভেন্দুর সভাস্থল পরিদর্শনে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার বিকেলে খড়গ্রামে আগামী ৮ নভেম্বর শুভেন্দুর সভা। তার আগে বৃহস্পতিবার বিকেলে সভাস্থল পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান সহ খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, ভরতপুর বিধানসভার কোওর্ডিনেটর তথা ভরতপুর ২নং ব্লকের তৃণমূলের সভাপতি মহম্মদ আজাহারুদ্দিন, বড়ঞা ব্লকের তৃণমূলের সভাপতি গোলাম মুর্শিদ সহ খড়গ্রাম ব্লকের বিভিন্ন নেতৃত্বরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবু তাহের খান জানান, শুভেন্দু অধিকারী আমাদের তৃণমূল দলের মন্ত্রী। আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত আমাদের জেলার অবসারভার ছিলেন। তার সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। তাই দলীয় নেতা সভা করতে আসছেন এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে, যাতে সব ঠিকঠাক হয় সেই কারণেই আজ খড়গ্রামে দলীয় বৈঠক করা হচ্ছে।