আমাদের ভারত, ১৭ জুন: দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত। বুধবার বুনিয়াদপুর শহরের ২ ও ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। বুনিয়াদপুরের দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আগত ওই কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
বিগত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের এই লাগাতার ঘর ভাঙনে কিছুটা হলেও বিপাকে পড়েছে শাসকদল। যদিও এই ঘটনা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, তৃণমূলের উপর মানুষের আস্থা উড়ে গিয়েছে। তাই জেলার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই শ’য়ে শ’য়ে মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে।