আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ অক্টোবর: ২০০১ সালে আর জি কর হাসপাতালে মৃত ডক্টর সৌমিত্র বিশ্বাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তার ব্যারাকপুরের বাড়ি গেলেন পৌর প্রধান উত্তম দাস সহ তৃণমূলের এক প্রতিনিধি দল। আর জি কর হাসপাতালে তিলোত্তমার মৃত্যু ঘিরে বিচার চেয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝে উঠে আসছে ২০০১ সালে আর জি কর হাসপাতালে চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচারের দাবি।
অভিযোগ, সেই সময় ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ধামা চাপা দেওয়ার পেছনে হাত ছিল বর্তমানে ডাক্তারদের আন্দোলনের অন্যতম বেশ কিছু সিনিয়র ডাক্তারদের। এবার সেই মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছে তৃণমূল। আর সেই ঘটনার সূত্র ধরে মৃত ডক্টর সৌমিত্র বিশ্বাস- এর ব্যারাকপুরের বাড়ি গেলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। এই দলের সঙ্গে ছিলেন ব্যারাকপুর পৌর সভার পৌর প্রধান উত্তম দাস, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন তারা নিহত ডাক্তার সৌমিত্র বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন নিহত ডাক্তারের পরিবারের সদস্যরা সুবিচারের দাবি জানান।