আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৯ ডিসেম্বর: গীতাপাঠ নিয়ে শাসক দলের পক্ষ থেকে বিরূপ মন্তব্য ভেসে এসেছে সমাজ মাধ্যমে। এবার তৃণমূল কাউন্সিলরই গীতা হাতে হাঁটলেন শহরে। তবে তার পদযাত্রায় শাসক দলের কোনো বড় নেতৃত্বকে দেখা যায়নি।

বীরভূমের সাঁইথিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু রায় ওরফে সঞ্জু। দীর্ঘদিনের ওই কাউন্সিলর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন। এবার গীতা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন। সাঁইথিয়া ইউনিয়ন বোর্ড মোড় থেকে মুরাডিহি সূর্য সেন প্রাইমারি স্কুলের সামনে নির্মীয়মান শ্রী শ্রী জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘপথ গীতা হাতে নিয়ে হেঁটে নজির গড়লেন।
শান্তনুবাবু বলেন, “গীতার আলো উদ্ভাসিত হোক সবার হৃদয় মাঝে। মানুষের চাহিদা অনুযায়ী আমরা গীতার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রায় পাঁচ হাজার মানুষকে সঙ্গে নিয়ে পথ হাঁটলাম। ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো আমাদের এই পদযাত্রা।”

