সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ নভেম্বর: রাতে স্কুল খুলে আলো জ্বালিয়ে ও পাখা চালিয়ে স্থানীয় বাসিন্দাদের জড়ো করে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠেছে বাঁকুড়া পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে।এনিয়ে প্রতিবাদের সরব বিরোধী দলগুলি ও এলাকার বাসিন্দারা। বাঁকুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের নূতনচটি কল্যাণ সমিতি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
তৃণমূল কাউন্সিলার দলীয় কর্মীদের স্কুল খুলিয়ে এলাকাবাসীদের জড়ো করে এভাবে এসআইআর ফর্ম বিলি ও পূরণের ব্যবস্থা করতে পারেন কি না সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, একজন জনপ্রতিনিধি হয়ে ক্ষমতার অপব্যবহার করে স্কুল খোলানো হয়েছে। তাছাড়া এভাবে এসআইআর ফর্ম ফিলাপ করা শুধু দুর্নীতি নয় গণতন্ত্রের ওপর সংগঠিত আঘাত ও অপরাধ।
বিরোধী দল বিজেপির বক্তব্য, এটা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিভাবে রাতের অন্ধকারে এসআইআর ফর্ম পূরণের জন্য স্কুলের চাবি দিয়েছেন তা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে। তারা প্রধান শিক্ষকের একাজের তীব্র বিরোধীতা করছেন।
অন্যদিকে সংশ্লিষ্ট কাউন্সিলারের বক্তব্য, তার এলাকায় অসংখ্য বস্তিবাসী ও সাধারণ মানুষের বসবাস। তারা এসআইআর নিয়ে ভীত। পাড়ার স্কুলের মধ্যে একটা জায়গায় এলাকাবাসীরা ফর্ম ফিলাপের ব্যবস্থা করেছিল। সেখানে তাকে ডাকা হয়েছিল তাই তিনি ছিলেন। এটা বস্তিবাসীদের উপকারের জন্য করা হয়েছিল।

