শ্লীলতাহানি মহিলা পুলিশ কর্মীর, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, রাজ্যের সাধারণ মহিলাদের সুরক্ষা নিয়ে সরব সুকান্ত

আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর তথা নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার খড়দা থানায় এই ঘটনার অভিযোগও দায়ের হয়েছে। পানিহাটি পুরসভার কাউন্সিলর ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজ্য পুলিশের এক মহিলা কর্মী। এই ঘটনা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পানিহাটি উৎসবের মাঠে এক মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। খড়দা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

জানাগেছে, ২৩ ডিসেম্বর পানিহাটির অমরাবতী মাঠে পানিহাটি উৎসব চলাকালীন ব্যারাকপুর পুলিশ ব্যাটেলিয়নের এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন তৃণমূলের কয়েকজন নেতা। এই ঘটনায় পানিহাটি পৌরসভার এক কাউন্সিলর সহ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই মহিলা পুলিশ কর্মী। মদ্যপ অবস্থায় ওই মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ। অন্যান্য কর্তব্যরত পুলিশ কর্মীদের সাহায্যে কোনো রকমে ওই মহিলা পুলিশ কর্মী সেদিন বাঁচেন। অভিযুক্তদের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

সেই অভিযোগের সব তথ্য সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার এতটাই বেহাল দশা যে, সাধারণ মহিলা তো বটেই, কর্তব্যরত মহিলা পুলিশও ছাড় পান না তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাত থেকে।

তিনি আরো জানিয়েছেন, ঘটনার ৬ দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি ধিক্কার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *